1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লালমনিরহাট সদরে বাবা হয়ে পানিতে ফেলে ছেলেকে হত্যার চেষ্টা ভুমি দস্যু আব্দুল করিম ও আব্দুল মজিদের আতংকে এলাকাবাসী পীরগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে যৌথ সেনাবাহিনী নোয়াখালীতে আগুনে পুড়ল ১১টি দোকান ও ১টি কারখানা পীরগঞ্জে নবজাগরণ ক্রীড়া সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিশ্বনাথ বি.এন পির বিক্ষোভ মিছিল ছাগলনাইয়ায় আওয়ামী লীগ সভাপতির ইন্তেকাল বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের রায়গঞ্জ উপজেলা পূর্নাঙ্গ কমিটি গঠন গোয়াইনঘাটে ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকা ধরতে গিয়ে পানিতে পরে নিখোঁজ বিজিবি সদস্য জনাব মাসুম বিল্লাহ রংপুরে ৫২.৫ কেজি গাজাসহ আটক ২

মুন্সিগঞ্জের গজারিয়ায় গাড়ির ধাক্কায় দেয়াল ধসে শিশু নিহত, আহত ১

অহিদুল ইসলাম (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদীতে ট্রেলার ট্রাকের ধাক্কায় দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো এক শিশু। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হোসেন্দী-জামালদী সড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে হোসেন্দী-জামালদী সড়কের হাজী সিরাজুল হক স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সারাফাত (৫)। সে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। আহত জামিয়া (৫)। সে একই গ্রামের বিল্লাহ হোসেনের মেয়ে। তারা দুজনেই হাজী সিরাজুল হক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়,সম্পর্কে শারাফাত এবং জামিয়া চাচাতো ভাই-বোন। স্কুল থেকে বাসায় ফিরে প্রাইভেট পড়তে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ছিল তারা। এ সময় রাস্তায় স্থানীয় সামুদা কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটি ট্রেলার ট্রাক জামালদী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। গাড়ি দেখে তারা রাস্তার পাশের দেয়ালের দিকে সরে যায়। কিন্তু ট্রেলার ট্রাকটি দেয়ালটিতে ধাক্কা দিলে সেটি দুই শিশুর ওপর ধসে পড়ে। এ সময় আশপাশ থেকে লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে শারাফাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৪টার দিকে মারা যায় সে।
এদিকে নিহত শিশু সারাফাতের চাচা আলী হোসেন জানিয়েছেন, ‘এ ঘটনায় আহত দুই শিশুর মধ্যে সারাফাতের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায় চিকিৎসকরা। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়।’বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘এরকম একটি খবর আমি পেয়েছি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটি স্থানীয় জনতা আটক করেছে আমরা তা উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।’বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে গিয়েছিলাম। দুই পক্ষের সঙ্গে আমার কথা হয়েছে। আজ বিকালে বিষয়টি নিয়ে আমরা বসব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com