বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি ঘটে শুক্রবার (০৯ আগস্ট ২০২৫) দুপুর ১টা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, দ্রুতগতির একটি বাস বনানী দ্বিতীয় বাইপাস এলাকায় এসে বিপরীত দিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।দুর্ঘটনার প্রায় ১০ মিনিট পর স্থানীয়রা উদ্ধার করে আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের নিউরো সার্জারি, সার্জারি ও অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করার পরামর্শ দেন। চিকিৎসকরা জানান, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।আহতদের পরিচয়:
১. মোঃ শাকিল (২৮), পিতা: মোঃ মোক্তার হোসেন, গ্রাম: জুসখোলা, থানা: শাজাহানপুর, জেলা: বগুড়া।
২. মোছাঃ রেশমী (৩২), পিতা: মোঃ ইয়ামিন প্রামানিক, গ্রাম: নিমগাছি ফকির পাড়া, থানা: শাজাহানপুর, জেলা: বগুড়া।
৩. মোছাঃ দোলেনা (৫০), স্বামী: মোঃ ইয়ামিন প্রামানিক, গ্রাম: নিমগাছি ফকির পাড়া, থানা: শাজাহানপুর, জেলা: বগুড়া।
৪. মোছাঃ সালমা (৪৮), ঠিকানা: অজ্ঞাত।
৫. মোঃ মোকছেদুল (৫০), পিতা: মোঃ আনসার, গ্রাম: খোট্টাপাড়া, উপজেলা: শাজাহানপুর, জেলা: বগুড়া।
৬. অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে যানটি শনাক্তে কাজ চলছে।