দেশীয় সমৃদ্ধি জনকল্যাণ সংস্থা (NPC)-এর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ বিতর্ক প্রতিযোগিতা “যুক্তির দীপশিখা” অনুষ্ঠিত হয়েছে গত ২৫ আগস্ট ২০২৫, সাভারের সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NPC-এর সভাপতি। এছাড়াও কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমণ্ডলী উপস্থিত থেকে শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সমাজ, শিক্ষা ও উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। বিচারকমণ্ডলীর সিদ্ধান্তে শ্রেষ্ঠ বক্তা ও সেরা দল নির্বাচন করা হয়।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এ আয়োজনের মূল উদ্দেশ্য তরুণ প্রজন্মকে যুক্তিনির্ভর চিন্তায় উদ্বুদ্ধ করা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করা।
সবার অংশগ্রহণে পুরো অনুষ্ঠান পরিণত হয় এক প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশে।