আল-আমিন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে সড়ক দূর্ঘটনায় দু’জন গুরুতর আহত ও রাকিব (২৫) নামে এক জন নিহত হয়েছেন।
আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত রাকিব ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার,বাবুখালী গ্রামের বাসিন্দা আবদুল মজিদের পুত্র।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাওরে ঘুরতে এসে তিন বন্ধু অষ্টগ্রাম থেকে মিঠামইন যাওয়ার পথে বাইশ মিটার ব্রীজ এলাকায়, মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন গুরুতর আহত ও ঘটনাস্থলে রাকিবের মৃত্যু হয়।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসীরা জানান,কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন, অলওয়েদার সড়কে প্রায় পর্যটক রা ঘুরতে আসে।
তবে মোটরসাইকেলের বেপরোয়া গতি এবং চালকদের অসচেতনতার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী,আরো বলেন যারা অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কে ঘুরতে আসা পর্যটকদের উদ্দেশ্যে বলেন আপনারা অবশ্যই নিয়ম নিতি মেনে মোটরসাইকেল চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।