সুন্দরবন থেকে বনদস্যু ছোট সুমন বাহিনীর ৪ সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অপরদিকে পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ও দেশীয় অস্ত্র,গাঁজাসহ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়েছে।
আটক কৃতরা হলেন, মোঃ বিল্লাল হোসেন (২৫), মোঃ রবিউল শেখ (৩২), মোঃ জিন্নাত হাওলাদার (৩৫), মোঃ কামাল গাজী (২৪)।
এদের বাড়ি মোংলা ও খুলনায়। এরা দীর্ঘদিন যাবত ছোট সুমান বাহিনীর সঙ্গে ডাকাতিও ডাকাতদেরকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে আসছিল।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে কোস্টগার্ডের সদস্যরা সুন্দরবনের পশুর নদীর সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে কোস্টগার্ড আটক করে।