চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড়ে ইসহাক মণ্ডল (৭০) নামের এক বৃদ্ধ ছুরিকাঘাতে আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইসহাক মণ্ডল সদরের আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় গ্রামের স্কুলপাড়ার মৃত. হাজারী মণ্ডলের ছেলে।
আহত ইসহাক মণ্ডল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি বাড়ির পাশে কাজ করছিলাম। এ সময় প্রতিবেশি মৃত. দীন মোহাম্মদে মণ্ডলের ছেলে আসাদ (৫৫) আমাকে বলেন, এখানে কি? কি করতে এসেছি? দুই এক কথায় তর্কবিতর্কের একপর্যায়ে হঠাৎ তার হাতে থাকা লাঠির আগায় বাধা চুরি আমার বুকে ঢুকিয়ে দেয়।
তিনি আরও বলেন, আসাদ মানসিকভাবে অসুস্থ। তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাদ দৈনিক দেশ বুলেটিনকে বলেন, বুকের ডান পাশে ছুরিকাঘাতে ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আশংকামুক্ত বলে আমরা ধারণা করছি।