গতকাল বঙ্গবন্ধু কমপ্লেক্সে ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড,যশোর কর্তৃক আয়োজিত এক দিনের কর্মশালার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে অধ্যক্ষ, ইংরেজি শিক্ষক, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং অভিভাবকরা অন্তর্ভুক্ত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ আহসান হাবীব এবং কর্মশালায় সভাপতিত্ব করেন মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার অধ্যক্ষ
(ভারপ্রাপ্ত) মেজর জিয়াউর রহমান।
প্রধান বক্তা ছিলেন খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বোর্ড অব ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশনের সচিব প্রফেসর এম. আব্দুর রহিম। অন্যান্য উপস্থিত ছিলেন জনাব মোঃ সিরাজুল ইসলাম, স্কুল পরিদর্শক, মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর, জনাব সমীর কুমার কুন্ডু, কলেজ পরিদর্শক, বোর্ড অব ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন, যশোর।কর্মশালার পর মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনার ক্যাডেটদের অংশগ্রহণে ‘দ্য ফ্ল্যাশ অফ লাইট’ শিরোনামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।