পটুয়াখালীর মির্জাগঞ্জে মরহুম ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রহঃ) দরবার শরীফের দান বাক্স থেকে অবৈধভাবে টাকা উঠিয়ে আত্মসাতের অভিযোগে মো: ফোরকান আলম মাঝিকে গ্রেফতার করেছে বরগুনার আমতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ফোরকান আলম মাঝি মৃত মোতাহার উদ্দিন মাঝির ছেলে। তার বাড়ি মির্জাগঞ্জ উপজেলার ০২ নং মির্জাগঞ্জ ইউনিয়নে।
পুলিশ জানায়, ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল প্রায় ৪টা ৪৫ মিনিটে বরগুনার আমতলী চৌরাস্তার হাজী নান্না বিরানি হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসী দান বাক্সের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।