আজ ১০ সেপ্টেম্বর রোজ বুধবার উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নবাবগঞ্জ উপজেলা ইউনিট গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা ইউনিট কমান্ড আহবাহক জনাব মোকছেদ আলী মঙ্গোলীয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি জনাব তরিকুল ইসলাম, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পি নেতা মোকবুলার রহমান গোর্কি, কবিরুল ইসলাম যুগ্ন আহবাহক মুক্তিযুদ্ধা সংসদ দিনাজপুর ইউনিট।
পরে উপস্থিত মুক্তিযুদ্ধাদের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা জনাব দবিরুল ইসলাম কে আহবাহক ও বীর মুক্তি যোদ্ধা জনাব আব্দুল ওয়াহেদ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবাহক কমিটি ঘোষনা করা হয়।
বক্তারা বলেন- আমরা সেই গর্বিত মুক্তিযোদ্ধা, যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থাকা।
মুক্তিযোদ্ধাদের বিভক্তি কখনো জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। বরং ঐক্যবদ্ধ মুক্তিযোদ্ধারা জাতিকে শক্তি জোগায়, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং স্বাধীনতার প্রকৃত চেতনা ছড়িয়ে দেয়।