হবিগঞ্জের বাহুবলে বিদেশে পড়াশোনা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জিজ্ঞাসার সমাধান দিতে আয়োজিত হলো “Sunrise Education Expo 2025”। স্থানীয় সানরাইজ আয়েলস সেন্টারের উদ্যোগে এবং সৌজন্যে গ্লোবাল স্টাডি সলিউশনস এর সহযোগিতায় বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মেলায় ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, টিউশন ফি, স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত নানা তথ্য তুলে ধরা হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবকসহ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীরা অংশ নেন।
সানরাইজ আয়েলস সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) আনসারুল ইসলাম বলেন, “বিদেশে পড়াশোনা নিয়ে অনেক শিক্ষার্থী দ্বিধা-দ্বন্দ্বে ভোগে। তাদের এসব প্রশ্নের সমাধান দিতে আমরা এ এক্সপোর আয়োজন করেছি। আশা করি, এর মাধ্যমে বাহুবলের শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা পাবে এবং আত্মবিশ্বাসী হয়ে পড়াশোনার সিদ্ধান্ত নিতে পারবে।”
আয়োজকরা জানান, স্থানীয় শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আন্তর্জাতিক উচ্চশিক্ষার পথ আরও সহজ করবে। একইসঙ্গে এলাকার মেধাবী শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে উৎসাহিত হবে।