সাতক্ষীরা জেলার কালিগঞ্জে মৌতলা শিমু-রেজা এম,পি কলেজের ২০২৫- ২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় কলেজর ছাত্র -শিক্ষক মিলনায়তনে প্রভাষক অভিশেক কুমার মন্ডলের সঞ্চালনায় কলেজ গভর্নিং বডির সভাপতি দৈনিক দেশ বুলেটিন এর স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) মো: আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল।স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রভাষক আব্দুল হামিদ, প্রভাষক শরিফুল ইসলাম সোহাগ,২য় বর্ষের শিক্ষার্থী ইভা পারভীন, দিপান্তী দে, নবিন শিক্ষার্থীদের প্রতিনিধি কোয়েল।
অত্র কলেজের ২য় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ প্রশাসনের সার্বিক নির্দেশনায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত করেন ২য় বর্ষের শিক্ষার্থী আল আমিন হোসেন, গীতা পাঠ করেন দিপান্তী দে।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষ,প্রভাষক কামরুন্নাহার, প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক শরিফুল ইসলাম সোহাগ, শিক্ষার্থী ইভা পারভীন, দিপান্তী দে প্রমুখ।