ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে “আমার জীবন আমার স্বপ্ন” উদযাপন অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া অফিসের যুব ফোরামের সভাপতি আহসান হাবীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রণ ডাঃ এম এ হালিম লাবলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর রহমান শাহ্, মিঠাপুকুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান সাজু,মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন, আব্রাহাম হাসঁদা,
স্পন্সরশীপ এবং শিশু সুরক্ষা অফিসার মারিয়া মালো,মিঠাপুকুর থানার সাব ইন্সপেক্টর মোস্তফা কামাল প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশন এই সকল শিশু ও যুবাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করে তাদের স্বপ্নকে স্থির করতে ও তা পুরণে সাহায্য করছে, যাতে এই সকল শিশু ও যুবারা ভবিষ্যতে সফল মানুষ হতে পারে। এই লক্ষ্য পুরনে লেখা পড়ার বিকল্প নাই। তাই লেখা পড়া করে সুনাগরিক হয়ে জীবনের লক্ষ্য পূরণে সফল হতে জীবনের অর্থ কেবল বেঁচে থাকা নয়, বরং নির্দিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আওতায় শিশু ও যুবারা অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহনকারী প্রত্যক শিশু ও যুবাদেরকে একটি করে” আমার জীবন আমার স্বপ্ন” রচিত বই প্রদান করা হয়।