1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রকাশ্যে হত্যা রাকিব মাদবরের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কালুখালীতে ৫০কোটি টাকার উন্নয়নের কাজ না করে ঠিকাদার নিরুদ্দেশ নারী-পুরুষের সমতা বিষয়ে সরিষাবাড়ীতে আলোচনা সভা মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন-পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী গ্রেফতার মিঠাপুকুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন অনুষ্ঠান মুন্সীগঞ্জে ডিবি পুলিশ কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেফতার ফুলবাড়ীতে পল্লি চিকিৎসকের ভূল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু, মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ কালীগঞ্জে তৃতীয় লিঙ্গের পিংকি হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পুলিশকে দেশপ্রেম, পেশাদারিত্ব,সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে -পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের ময়মনসিংহ ফুলপুরের ২ নং রামভদ্রপুর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন জনসমুদ্রে পরিণত

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন-পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী গ্রেফতার

অহিদুল ইসলাম (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন-পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী ৩০ টি মামলার আসামি আবুল কালাম’কে অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১।
১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ডাকাত, ছিনতাইকারী, অপহরণ, প্রতারক ও হত্যাকান্ডের অপরাধে জড়িত অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। র‍্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রসী ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারী চলমান ছিল। এরই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনার শীর্ষ নৌ-ডাকাত আবুল কালাম’কে অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।
৩। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২৫ আগস্ট ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭:০৫ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা ও গুয়াগাছিয়া অস্থায়ী ক্যাম্পের পুলিশ যৌথভাবে মেঘনা নদীতে ০১টি অভিযান পরিচালনার করার জন্য রওনা করেন। অভিযান পরিচালনাকালে সরকারী স্পিডবোড যোগে গজারিয়া থানাধীন গুয়াগাছিয়া ইউনিয়নের অর্ন্তগত জামালপুরের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় পৌছামাত্র পুলিশ সদস্যদের উপস্থিতি বুঝতে পেয়ে নয়ন-পিয়াস এবং গ্রেফতারকৃত আসামী আবুল কালামের নেতৃত্বে প্রায় ৪০-৫০ জন ডাকাত সদস্য ০৪-০৫ টি হাইস্পিডি ট্রলার যোগে এসে পুলিশকে লক্ষ্য করে ককটেল এবং চর্তুদিক হতে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। পুলিশের বাধার মুখে পতিত হয়ে ডাকাত সদস্যরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ধরে গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহাল পরিচালনা, নৌযানে চাঁদাবাজি করে আসছে নয়ন, পিয়াস ও আবুল কালাম বাহিনীর সদস্যরা। গত এক বছরে নদীতে কয়েক দফা গোলাগুলিতে স্থানীয় কয়েকজন তাদের হাতে খুন হন। তাদের ভয়ে এলাকার শতাধিক পরিবার গ্রাম ছাড়া হয়েছিল। এর প্রেক্ষিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভোর ০৫৪১০ ঘটিকার সময় পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাতদের হামলা, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত নয়ন-পিয়াস বাহিনীর অন্যতম সদস্য ও হত্যা, ডাকাতি, মাদক অপহরণসহ ৩০ মামলার আসামি মেঘনার শীর্ষ নৌ-ডাকাত মোঃ আবুল কালাম (৪১), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-হাসিনা বেগম, স্থায়ী সাং-জামালপুর, থানা- গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ’কে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন মোল্লাকান্দি হতে আটক করতে সক্ষম হয়েছে এবং উক্ত আসামির হেফাজত হতে ০১ টি পাইপগান, ০২ টি বুলেট, ০১ টি টাকা গণনার মেশিন, বিভিন্ন দেশের মুদ্রা সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, মোঃ আবুল কালাম এর নামে মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় ০৩টি হত্যা, ০১টি ডাকাতি, ০৪টি বিস্ফোরক, ০১টি চাঁদাবাজি, ০৩টি মাদক, ১৮টি অন্যান্য মামলাসহ মোট ৩০টি মামলা রয়েছে। এছাড়াও গত ২৮ আগস্ট, ০৩ সেপ্টেম্বর এবং ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে র‍্যাব-১১ কর্তৃক পৃথক ০৩টি অভিযানে এই ঘটনার সাথে জড়িত আরো ০৫ জন আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
৫। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রক্রিয়াধীন আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com