জামালপুরে সরিষাবাটির উপজেলায় আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে নারী-পুরুষের সমতা বিষয়ে উপজেলা পরিষদের সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন কর্মীদের নিয়ে এক আলোচনা সভা করা হয়েছে । জামালপুরের বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংঘ সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি গ্রামে নারী পুরুষের দূর করতে, বাল্যবিবাহ, মাদক, যৌতুক, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর আইনজীবী আসমাউল হোসনা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আননু মিয়া ,সরিষাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই, বিকাশ চন্দ্র সরকার,উন্নয়ন সংঘ জামালপুরের মানবাধিকার মনিটরিং কর্মকর্তা আরজু আহমেদ, বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘের সরিষাবাড়ী উপজেলা ফ্যাসিলিটেটর মোহাম্মদ রবিউস সানি, উপজেলা একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, ইউনিয়ন কর্মী মুনিরা আক্তার বিলকিস বেগম প্রমুখ। বেসরকারি সংস্থা উন্নয়ন সংঘ সরিষাবাড়ী উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ রবিউস সানি বলেন, নারী-পুরুষের সমতা বিষয়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন উন্নয়ন সংঘের কর্মীদের নিয়ে এর গুরুত্বপূর্ণ আলোচনা সভা করা হয়েছে।