টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল সাহীন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফারহাদ ইকবাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অবশ্যকীয় কারণে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজুকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো এবং সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।” সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে, স্থানীয় বিএনপি নেতারা জানান, সংগঠনকে আরও গতিশীল ও সক্রিয় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সভাপতি শাহজাহান সাজুর অব্যাহতির পেছনের কারণ নিয়ে উপজেলা ও জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে।