ভোলা সদর মডেল থানার চাঁদাবাজি মামলার এজাহারনামীয় ২ আসামীকে চাঁদাবাজির টাকা সহ গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
গত ২৬/০৭/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় এজাহারনামী আসমাী ১।মোঃ রাকিব(৩০) ও ২। হাসান মোনতাসির রহমান(২০) সহ আরো ২/৩ জন শেখ ফরিদের বাড়িতে গিয়ে তার নাতি মোঃ জিতুকে একটি চুরির মামলার আসামীদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য পুলিশকে ম্যানেজ করার কথা বলে ২,০০,০০০ টাকা দাবি করে। একপর্যায়ে বাধ্য হয়ে শেখ ফরিদ তার ছেলে মোঃ মজিবুর রহমানকে নিয়ে আসামীদের কথা মতো গত ০৩/০৮/২০২৫ খ্রিঃ সকল অনুমান ১৪:২০ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০২নং ওয়ার্ডস্থ হোটেল নিরালার ভিতরে আসামীদের দাবীকৃত অর্থের ১,৫০,০০০ টাকা প্রদান করে। পরবর্তীতে আসামীদ্বয় শেখ ফরিদ বাড়িতে এসে আরো টাকা দাবী করলে বাদী তাদেরকে আরোও ১০,০০০ টাকা প্রদান করেন। উক্ত টাকা আসামীদের দেওয়ার পরেও আরো ২,০০,০০০ টাকা দাবী করলে তাদের আচার আচরনে সন্দেহ হলে বাদী থানায় এসে এজাহার দায়ের করলে ভোলা সদর মডেল থানার মামলা নং-২৪, তারিখ-১৭/০৯/২০২৫ খ্রিঃ, ধারাঃ ৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড রুজু করা হয়।
মামলা রুজুর পরপরই অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ২ জন আসামী ১। মোঃ রাকিব ও ২। হাসান মোনতাছির রহমান (২০)’দ্বয়কে গ্রেফতার করে এবং তাদের নিকট থেকে চাঁদাবাজির ১,৬০,০০০ টাকার মধ্যে ২০,০০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।