রংপুরের মিঠাপুকুরে পাঁচ দিনেও স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রকাশ মিঠাপুকুর উপজেলার কাশিপুর আগাটারী গ্রামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে ৩ সন্তানের জনক এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গ্রামে তোলপাড় শুরু হয়। অভিযুক্ত ব্যক্তির নাম সুলতান মিয়া (৬৫)। তিনি উপজেলার কাশিপুর আগাটারী গ্রামের শমস মিয়ার ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা । ঘটনার পর থেকে অভিযুক্ত সুলতান মিয়া আত্মগোপনে রয়েছেন। গত রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী ওই ছাত্রী স্কুল যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শিশুটির বাবা থানায় মামলা করেছেন। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন,মামলার তদন্ত কার্যক্রম সহ অভিযুক্ত সুলতান মিয়াকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।