গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম এর নেতৃত্বে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় চারটি মামলায় মোট ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় সরকারি সম্পত্তি দখল করে নির্মিত প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে কালীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পৌরসভা আইনে মোট চারটি মামলা দায়ের করেন। এর মধ্যে কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সঞ্জয় ঘোষকে ৫০ হাজার টাকা, তিথি বেকারির পরিচালক মো. মিলন মিয়াকে ২৫ হাজার টাকা, আদর্শ মিষ্টান্ন এর মালিক দীলিপ চন্দ্রকে এক হাজার টাকা ও মুনসুরপুর গ্রামের বাবুল মিয়াকে এক হাজার টাকা মোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, কালীগঞ্জে সরকারি সম্পত্তি জবরদখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল তাদেরকে ইতিপূর্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তিতে কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না। যারা স্বেচ্ছায় সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিবে প্রয়োজনে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।