রাজধানীর সেগুনবাগিচার কচি কাচার মিলনায়তন অডিটোরিয়ামে আয়োজিত “স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫” অনুষ্ঠানে সাংবাদিক ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন দৈনিক দেশ বুলেটিন-এর ঢাকা জেলার প্রতিনিধি মোস্তাকিম হামজা সিয়াম।
৪ই অক্টোবর ২০২৫, শনিবার আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের কৃতিত্বপূর্ণ ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাংবাদিকতায় পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সমাজের প্রতি দায়িত্ববোধের স্বীকৃতি হিসেবে সাংবাদিক ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয় মোস্তাকিম হামজা সিয়ামকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া ও ভোরের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক। তিনি সাংবাদিকতার জগতে তরুণ প্রজন্মের ভূমিকা ও ইতিবাচক প্রভাবের প্রশংসা করেন। এবং সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা না করার জন্য অনুপ্রেরণা যোগান।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোস্তাকিম হামজা সিয়াম বলেন,
“এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সাংবাদিকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করার অঙ্গীকার। আমি দেশ বুলেটিন পরিবারের প্রতি কৃতজ্ঞ, যারা সবসময় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে।”
দৈনিক দেশ বুলেটিন পরিবার তার এই সাফল্যে গর্বিত এবং তার সাংবাদিক জীবনের আরও অগ্রগতি ও সাফল্য কামনা করছে।