ফেনী শহরের ফুটপাত দখলমুক্ত, সড়ককে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) বিকেলে ফেনী জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ফেনী মডেল থানার সামনে থেকে বড় মসজিদ এলাকা এবং ট্রাংক রোড জিরো পয়েন্ট থেকে ইসলামপুর রাস্তার মাথা পর্যন্ত এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ফুটপাত ও পার্শ্ববর্তী সড়কে অবৈধভাবে স্থাপিত অস্থায়ী দোকান, সাইনবোর্ড ও অবৈধ পার্কিং অপসারণ করা হয়।পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন,
“জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। সড়কে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
তিনি শহরের সংশ্লিষ্ট সকলকে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত তদারকি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নিশাত তাবাসসুম, এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই অভিযানের মাধ্যমে ফেনী শহরের প্রধান সড়কগুলোতে যানজট কমবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা।