1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় আদালত চত্বরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,ঘাতক স্বামী আটক বগুড়া আঞ্চলিক শ্রম দপ্তরে সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা শ্রীপুরে সাংবাদিক জামালের বিষপানে আত্মহত্যা ‎মা ইলিশ সংরক্ষণ অভিযান দুমকিতে দুই জেলের কারাদণ্ড অভিশপ্ত এক নাম তিস্তা নদীর বন্যার পরিস্থিতি ধামইরহাটে ধানক্ষেত থেকে নিতাই রবিদাস নামে যুবকের মরদেহ উদ্ধার বরগুনায় স্ত্রীকে খুনের দায়ে স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড বীরগঞ্জে প্রধান শিক্ষকের ৫০ লক্ষ টাকা আত্মসাৎ ও শিক্ষক জালিয়াতির অভিযোগ মেঘনায় চাঁদাবাজ ধরতে গিয়ে আহত ৩ নৌ পুলিশ, গ্রেপ্তার ২ হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কিছু কথা আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কার্যকলাপের সম্পর্ক নেই

ধর্মপাশায় আদালত চত্বরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,ঘাতক স্বামী আটক

সুরঞ্জন তালুকদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে শরীফার ওপর তার সাবেক স্বামী এই হামলার ঘটনা ঘটায়। সাথে সাথেই উপস্থিত জনতা ও পুলিশ আহত ওই নারীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। আর এদিকে স্থানীয়রা ঘাতক ওই স্বামীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মীর্জার ছেলে আক্তার হোসেনের (৪০) সঙ্গে পাশের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের রমজান আলীর মেয়ে শরীফা আক্তারের বিয়ে হয়। গত কয়েক বছর ধরে তাদের মধ্যে পারিবারিক কলহের জেরে প্রায় এক বছর আগে শরীফা আক্তার তাদের সাড়ে তিন বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। আর কাজি নোটিশের মাধ্যমে সে তার স্বামীকে তালাক দেয়। এর পর স্বামী আক্তার হোসেন তার স্ত্রী ও সন্তানকে ফিরিয়ে আনার জন্য ধর্মপাশা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।

সোমবার (৬অক্টোবর) সকালে শরীফা আক্তার তার শিশু সন্তানকে নিয়ে ওই মামলায় হাজিরা দিতে আদালত চত্বরে আসেন এবং আইনজীবী এডভোকেট আব্দুল হাই এর সঙ্গে পরামর্শের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ঘাতক স্বামী  আক্তার হোসেনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর এক ফাঁকে ঘাতক স্বামী আক্তার হোসেন আকষ্মিকভাবে পেছন থেকে তার পিঠে ছুরিকাঘাত করেন। ঘটনার ঘটার সাথে সাথেই স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। তার হাতে থাকা হামলায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করে। এর পরে স্থানীয়রা শরীফাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

শরীফার খালাতো ভাই বাবুল মিয়া বলেন, প্রায় চার থেকে পাঁচ মাস আগে শরীফা কাজি নোটিশের মাধ্যমে তার স্বামীকে তালাক দিয়েছে। নোটিশের কাগজপত্র আমাদের হাতে আছে। শরীফার এমন মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে ঘাতক স্বামী আক্তার হোসেনের উপযুক্ত শাস্তির দাবী করেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আক্তার হোসেনকে আটক করে থানায় আনা হয়েছে। হামলায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com