খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিতব্য এই সমাবেশকে কেন্দ্র করে দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির ও কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় সমাবেশের সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয় এবং এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়।
উপস্থিত সাংবাদিকদের সামনে মাওলানা মিজানুর রহমান জানান, আসন্ন সমাবেশকে সফল করতে উপজেলার বিভিন্ন স্থানে ইতিমধ্যে ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণ করা হয়েছে। সমাবেশে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সমাবেশে স্মরণকালের সেরা জনসমাগম ঘটবে। সমাবেশ সফল করতে তিনি কয়রা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মো. শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দিন, এবং জামায়াত নেতা হাফেজ জাহাঙ্গীর আলম সহ অন্যরা।
এই সভায় কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।