1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
দুমকিতে তরুণ মাইনুলের অনুপ্রেরণামূলক গল্প,পড়াশোনার পাশাপাশি সবজি চাষে সফল্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে “শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশন” এর আত্মপ্রকাশ শায়েস্তাগঞ্জে পুলিশের হাতে ৭০ কেজি গাঁজা উদ্ধার ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন বৈষম্যের শিকার আকণ্ঠধারী শিক্ষকগণ সিদ্ধান্তে অনড় হবিগঞ্জের ৩৮ তরুণকে নিয়ে ইতালী যাওয়া নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ জয়পুরহাটে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি পালন দিনাজপুরের বোচাগঞ্জে পৌর আওয়ামী লীগ নেতার দখলে সরকারি জমি! প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে প্র কাউখালীতে স্বপ্নসারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত শেরপুরে সড়ক দুর্ঘটনা রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত

নড়াইলে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ২

ইঞ্জিঃ খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়া উপজেলায় মো. রাসেল শেখ (৩০) নামের এক অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে এবং অপহরণের সাথে জড়িত মোসা.রুমানা (২৬) ও শাহাবুদ্দীন (২৫) নামের দুইজন অপহরণকারীকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে যশোর চৌগাছা থানার যাত্রাপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ও তাদের সাথে থাকা একটি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয় । এবং মো. রাসেল শেখকে উদ্ধার করেন পুলিশ।
উদ্ধারকৃত মো.রাসেল শেখ কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের মো.জামাল শেখের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন- যশোর জেলার চৌগাছা থানার যাত্রাপুর গ্রামের বাসিন্দা রুমানা ও শাহাবুদ্দীন।
পুলিশও পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার ১০ (অক্টোবর) দুপুরে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা বাজার থেকে বিকাল ৪ টার দিকে তাকে কৌশলে তাদের বাড়িতে নিয়ে যান। অপহরণকারীরা তার পূর্ব পরিচিত ছিলো বলে জানা যায়। তাকে নিয়ে আটকে রেখে তার স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করেন।
পরে রাসেল শেখের স্ত্রী বাদী হয়ে রবিবার (১২ অক্টোবর) কালিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর কালিয়া থানার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে রবিবার মধ্য রাতে নড়াইল সদর থানা এবং যশোর জেলার চৌগাছা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ভিকটিম মো. রাসেল শেখকে উদ্ধার করা হয়। এবং অপহরন ও মুক্তিপন দাবির সাথে জড়িত রুমানা ও শাহাবুদ্দীনকে চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বার্তা বাজারকে বলেন, আমরা স্বল্প সময়ের মধ্যে ভিকটিম রাসেল শেখকে উদ্ধার করি। এবং অপহরণের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। এবং তাদের সাথে থাকা একটি চোরাই অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com