জগনাদী গ্রামের দীর্ঘদিনের স্বপ্নের রাস্তা অবশেষে আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে। বহু বছর ধরে অবহেলিত এই গ্রামের মানুষদের জন্য রাস্তাটি ছিল একটি বড় দাবি। অবশেষে সেই দাবির কিছুটা পূরণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের ছোঁয়া লেগেছে।
জানা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এবং জামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ সানাউল্লাহর উপস্থিতিতে হাজী ইদ্রিস আলীর বাড়ি হইতে শাহ আলম ভূঁইয়ার বাড়ি পর্যন্ত ইট বসানোর কাজ সম্পন্ন হয়েছে। এ কাজে মোঃ রাসেল মোল্লা এর মামা আবু মেম্বার-এর সার্বিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা রাখেন।
এ সময় মোঃ রাসেল মোল্লা বলেন, “হঠাৎ একদিন আমি আমার মামা অর্থাৎ মোহাম্মদ আবু মেম্বারকে জোর দিয়ে বলি— আমার গ্রামের রাস্তাটুকু করে দিতেই হবে। আমার কথায় মামা চেয়ারম্যানকে বলেন, এবং সেই জামপুর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কাজটি করে দিতে রাজি হন ও আমাদের কথা রাখেন।”
গ্রামবাসীরা জানান, “অনেক বছর ধরে আমাদের এই গ্রামে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। যদিও পুরো গ্রামের রাস্তার কাজ এখনো বাকি, তবুও যতটুকু হয়েছে তাতেই আমরা সন্তুষ্ট। আমাদের আশা, বাকিটা কাজও দ্রুত সম্পন্ন হবে।”
তবে এই কাজের গুণগত মান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, ইট বসানোর কাজের মান সন্তোষজনক নয়। ব্যবহৃত ইটগুলো অনেকটাই দুর্বল, ফলে রাস্তাটি বেশিদিন টিকবে না বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয়দের ধারণা, অল্প সময়ের মধ্যেই রাস্তা পুনরায় ক্ষতিগ্রস্ত হতে পারে।
এলাকাবাসীর প্রত্যাশা, স্থানীয় জনপ্রতিনিধিরা ভবিষ্যতে কাজের মান বজায় রেখে গ্রামের পূর্ণাঙ্গ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও মনোযোগী হবেন, যাতে গ্রামের মানুষের ন্যূনতম নাগরিক অধিকার নিশ্চিত হয়