ঢাকায় বেসরকারি স্কুল/কলেজ/মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোট-এর আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি হাই স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “জাতীয়করণের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা অমানবিক ও ন্যক্কারজনক।” তারা হামলার ঘটনার তীব্র নিন্দা ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শিক্ষক নেতারা আরও বলেন, জাতীয়করণের পাশাপাশি শিক্ষকদের চিকিৎসা ভাতা ও আবাসন ভাতা চালু করতে হবে। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরে যাবেন না এবং আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে কালাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষকরা।