নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপি অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করেন ইউএনও এম. রকিবুল হাসান
বই মেলা উদ্বোধনী আলোচনা সভায় ইউএনও এম. রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা করেন বই মেলা কমিটির আহবায়ক ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে আলোচনা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক,গীতিকবি সুজন হাজং, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, কবি জীবন চক্রবর্ত্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখানো এবং তা বাস্তবে রূপদানের দীর্ঘ সংগ্রামী জীবনের মধ্য দিয়ে যারা আমাদের বাংলা ভাষা এনে দিয়েছেন তারা আমাদের মাঝে অমর হয়ে রয়েছেন। আমরা তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করছি। বই মেলা প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মকে বই পড়া ও বই কেনার প্রতি আগ্রহ বাড়াতে সকলে প্রতি অনুরোদ জানানো হয়। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৮টি ষ্টল স্থাপন করা হয়েছে। মেলায় প্রতিদিন স্থানীয় কবি সাহিত্যকদের স্ব-রচিত কবিতা আবৃত্তি ও বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।