কিশোরগঞ্জে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করে ফরহাদ মিয়া (২৪), মো. নাজমুল মিয়া (২২) ও তাশিক আহমেদ অন্তর (২৫) নামে তিন যুবককে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ অক্টোবর) বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিন যুবকের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডিত তিন যুবকের মধ্যে ফরহাদ মিয়া কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া এলাকার কুদ্দুস মিয়ার ছেলে, মো. নাজমুল মিয়া জেলার ইটনা উপজেলার এলংজুরী গ্রামের মো. সোনাফর মিয়ার ছেলে এবং তাশিক আহমেদ অন্তর কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকার মো. আব্দুল লতিবের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে কিশোরগঞ্জ সদরের সিদ্ধেশ্বরীবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় ইয়াবা সেবনরত অবস্থায় তাদের তিনজনকে আটক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।