1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দুমকিতে তরুণ মাইনুলের অনুপ্রেরণামূলক গল্প,পড়াশোনার পাশাপাশি সবজি চাষে সফল্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে “শিবগঞ্জ সাংবাদিক ফাউন্ডেশন” এর আত্মপ্রকাশ শায়েস্তাগঞ্জে পুলিশের হাতে ৭০ কেজি গাঁজা উদ্ধার ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন বৈষম্যের শিকার আকণ্ঠধারী শিক্ষকগণ সিদ্ধান্তে অনড় হবিগঞ্জের ৩৮ তরুণকে নিয়ে ইতালী যাওয়া নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ জয়পুরহাটে বেসরকারি শিক্ষকদের কর্মবিরতি পালন দিনাজপুরের বোচাগঞ্জে পৌর আওয়ামী লীগ নেতার দখলে সরকারি জমি! প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে প্র কাউখালীতে স্বপ্নসারথি গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত শেরপুরে সড়ক দুর্ঘটনা রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক নিহত

দিনাজপুরের বোচাগঞ্জে পৌর আওয়ামী লীগ নেতার দখলে সরকারি জমি! প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে প্র

লিখন বনিক শুভ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের সিনেমা হল রোডে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ জাহাঙ্গীরের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমিতে গড়ে তুলেছেন গুদামঘরসহ একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান। অথচ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার ৩নং মুর্শিদহাট মৌজার ৭৩নং খতিয়ানভুক্ত ২২৩নং দাগে ফাগু মিস্ত্রির নামে রেকর্ডীয় অর্পিত ২ শতক এবং সুধীর কুমার মিত্রের নামে অর্পিত ১৬.৫ শতক সরকারি খাস জমি দখল করে মাসুদ জাহাঙ্গীর সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করেন। এসব স্থাপনা ভাড়া দিয়ে তিনি দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের টাকা আয় করছেন বলে অভিযোগ রয়েছে।
আরও জানা যায়, ১৯৯৫ সালে তৎকালীন থানা নির্বাহী অফিসার মোঃ ফজলুল হক এই সরকারি জমি উদ্ধারের চেষ্টা করলে, মাসুদ জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা সরকারি কর্মকর্তাদের ওপর হামলা ও লাঞ্ছনা চালান বলে জানা যায়। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার পরিবারের ছয়জনের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মামলা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী হওয়ায় প্রশাসন বিষয়টি নিয়ে নীরব ভূমিকা পালন করছে। একদিকে ক্ষমতাসীন দলের নেতা, অন্যদিকে অবৈধ দখলদার—এই দ্বৈত অবস্থান জনমনে ক্ষোভ তৈরি করেছে।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন,
> “অর্পিত সম্পত্তি অবৈধভাবে দখলের বিষয়টি আমরা জেনেছি। ‘ক’ তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি লিজ বহির্ভূতভাবে দখলের কোনো সুযোগ নেই। নথি যাচাই করে প্রয়োজনে উচ্ছেদমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।”
প্রকৃত ভূমিহীনরা আশা করছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এই দখলকৃত সরকারি জমি উদ্ধার করবে এবং বোচাগঞ্জে আইনের শাসনের দৃষ্টান্ত স্থাপন করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com