মামুনুর রশিদ মিন্টুকে সভাপতি ও দৈনিক দেশ বুলেটিন পত্রিকার পীরগঞ্জ প্রতিনিধি মাহফুজুল হক হিরাকে সাধারণ সম্পাদক করে পীরগঞ্জ থানা প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাকক্ষে এক জরুরী সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি হুমায়ুন কবির রুবেল, (সবার সংবাদ টোয়েন্টিফোর), যুগ্ম সম্পাদক মাসুম আলম নবাব (সাপ্তাহিক প্রান্তকথা), কোষাধ্যক্ষ ফরিদ হোসেন মাসুম (টাঙ্গন নিউজ), সাংগঠনিক ও দপ্তর সম্পাদক খায়রুল হাসান (দেশ সারাদিন), নির্বাহী সদস্য আরিফ হোসেন (পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস), মো. নুরুজ্জামান (স্বাধীন মত), মহসিনা বেগম (ঢাকা নিউজ এক্সপ্রেস), সাদ্দাম হোসেন (পীরগঞ্জ প্রতিদিন), কামরুল হাসান (স্টাফ রিপোর্টার সাপ্তাহিক প্রান্ত কথা), সকিনা রহমান লাকি (দৈনিক প্রথম সূর্যদয়), আনিসুর রহমান (জনবাণী), মাসুদ রানা (নব চেতনা), মাহবুর রহমান (পীরগঞ্জের খবর)। নবগঠিত কমিটিকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।