সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সেকেন্দার নগর বাজার হইতে কদমতলা বাজার পর্যন্ত ৭ কিলোমিটার সড়কে রাস্তার দু’পাশে সড়কের সৌন্দর্য রক্ষার্থে ১৯৯৬ সালে বনবিভাগ একটি সমিতির মাধ্যমে বৃক্ষরোপন করে । রোপনকৃত বৃক্ষের মধ্যে বিভিন্ন জাতের বৃক্ষ রোপন করা হয় । বর্তমানে সড়কে শত শত গাছ শুকিয়ে মরে গেছে । রাস্তার পাশে অনেক গাছের পাতা নেই ,শুধু শুকনো ডালগুলো গাছে আছে । মরে যাওয়া এ গাছ গুলো অনেক সময় রাস্তার পাশেই পড়ে যাচ্ছে ফলে শুকনো এ ডালপালার আঘাতে অনেক পথচারি ও এলাকার কৃষকরা আহত হচ্ছেন । ঝড় বা বড় ধরণের কোন বাতাস বেশি প্রবাহিত হলে এ গাছের ডালগুলো রাস্তায় পড়ে থাকে । রাস্তায় ভোর থেকে রাত অবদি নানা প্রয়োজনে এ এলাকার মানুষ কালিগঞ্জ উপজেলা সহ বিভিন্ন স্থানে যাতাযাত করে । পথিমধ্যে যদি এ গাছের ডাল গুলো বাতাসে অথবা এমনিতেই পড়ে তাহলে অনেকে আহত হবে । এই গাছের বিষয়ে ধলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু সজল মুখার্জী বলেন, কয়েকবার পথচারী গাছের শুকনা ডাল পড়ে আহত হয়েছেন। এলাকার মানুষ এই শুকনা গাছের ডালপালা কখন যে কার উপর ভেঙ্গে পড়ে তা নিয়ে আতঙ্কে আছেন। এলাকার সাধারন মানুষ যথাযথ কতৃপক্ষকে এ গাছগুলো কাটার জন্য জোর দাবী জানিয়েছেন।