সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌর শহরের শ্রীকোলা কচুয়া নদীর চৌকিদহু ব্রিজের নিজ থেকে আমনুল সেখ (৩৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানার পুলিশ।
বুধবার সকালে এলাকাবাসী ব্রিজের নিচে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পরে নিহতের স্বজনেরা তার লাশ শনাক্ত করে। নিহত আমিনুল সেখ সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর গ্রামের আয়নাল সেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কোন এক সময় দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করে এই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খুব শীঘ্রই এ হত্যাকান্ডের ক্লু উন্মোচন করা হবে।