1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা খুলনা-৬: কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ভোটের মাঠে নামলেন বিএনপি নেতাকর্মী বেতাগীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সমাবেশ অনুষ্ঠিত সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মালয়েশিয়ার হৃদরোগে মারা যান মোংলায় চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে চরফ্যাশন থেকে ঢাকা পর্যন্ত লং মার্চ শুরু নেত্রকোনায় গণপ্রকৌশল দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রানা প্লাজা আ.লীগের তৈরি ট্র্যাজেডি নাগেশ্বরীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই সদস্য গ্রেফতার ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভি/যান পটুয়াখালীর ইটবাড়িয়ায়

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে চরফ্যাশন থেকে ঢাকা পর্যন্ত লং মার্চ শুরু

RI Mahim Patowary
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে
Oplus_131072
ভোলা জেলার চরফ্যাশন থেকে ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে একটি লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে চরফ্যাশন উপজেলা চত্বর থেকে এ কর্মসূচির সূচনা করেন এলাকাবাসী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা। কর্মসূচির লক্ষ্য—ভোলা জেলার দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ স্থাপন।
লং মার্চের মূল দাবি হলো ভোলা-বরিশাল সেতু নির্মাণ, যা বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে বলে অংশগ্রহণকারীরা মনে করেন। অন্যান্য দাবির মধ্যে রয়েছে—ভোলা-ঢাকা সরাসরি ট্রেন যোগাযোগ চালু, ভোলায় শিল্পাঞ্চল স্থাপন, নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ভোলাকে বিদ্যুৎ উৎপাদন অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ।
আয়োজকরা জানান, লং মার্চের মূল উদ্দেশ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা, যাতে বহু বছর ধরে স্থবির এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হয়। তারা বলেন, “আমরা উন্নয়ন চাই, সমান সুযোগ চাই। ভোলার মানুষও দেশের অন্যান্য জেলার মতো যোগাযোগ সুবিধা ও শিল্পায়নের সুযোগ পাওয়ার অধিকার রাখে।”
চরফ্যাশন থেকে রওনা দেওয়া অংশগ্রহণকারীরা বরিশাল, মাদারীপুর, ফরিদপুর ও মানিকগঞ্জ হয়ে আগামী সপ্তাহে ঢাকার সেতু ভবনে পৌঁছাবেন। সেখানে একটি সমাবেশের মাধ্যমে তারা তাদের দাবিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।
স্থানীয় প্রশাসন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পরিচালনার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অংশগ্রহণকারীরা জানান, তারা সম্পূর্ণ অহিংস উপায়ে তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com