1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা খুলনা-৬: কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ভোটের মাঠে নামলেন বিএনপি নেতাকর্মী বেতাগীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সমাবেশ অনুষ্ঠিত সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মালয়েশিয়ার হৃদরোগে মারা যান মোংলায় চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবিতে চরফ্যাশন থেকে ঢাকা পর্যন্ত লং মার্চ শুরু নেত্রকোনায় গণপ্রকৌশল দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রানা প্লাজা আ.লীগের তৈরি ট্র্যাজেডি নাগেশ্বরীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই সদস্য গ্রেফতার ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভি/যান পটুয়াখালীর ইটবাড়িয়ায়

মোংলায় চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন

মারুফ বাবু
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে
রক্ষিত এলাকা ব্যবস্থাপনা বিধিমালা-২০১৭ অনুযায়ী চাঁদপাই রেঞ্জের মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা ও দাকোপ ৪ টি উপজেলার আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে সহ-ব্যবস্থাপনা (সি এম সি) সাধারন ও নির্বাহী কমিটি গঠন হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে সহ-ব্যবস্থাপনা কমিটির কাউন্সিলরদের মতামতের মাধ্যমে সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
চাঁদপাই রেঞ্জ আওতাধীন আন্ধারমানিক ইকো ট্যুরিজম স্পটে সহ-ব্যবস্থাপনা সাধারণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাস’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির প্রশাসনিক কর্মকর্তা সেক্সপিয়ার বালা।
প্রথম অধিবেশনে বক্তব্য শেষে বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারী বন সংরক্ষক দ্বীপন চন্দ্র দাস।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মধ্যে কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ ফারুক হোসেন হাওলাদার সভাপতি নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম মৃধা ও সহ-সভাপতি (নারী) তাপসী পাইক ও কোষাধ্যক্ষ মোঃ মারুফ হাওলাদার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। এসময় দু’বছর মেয়াদী চাঁদপাই রেঞ্জ এর সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে পদাধিকার বলে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বিপন চন্দ্র দাস।
অন্যান্যদের মধ্যে সুন্দরবন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রেজাউল করিম মৃধা, চিলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিপ্রা হালদার, পরিবেশ কর্মী সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ, মোংলা টি এ ফারুক স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু সাইদ, উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, প্রানী সম্পদ কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, ঢাংমারী স্টেশন অফিসার , অফিসার ইন-চার্জ করমজল, স্টেশন অফিসার চাঁদপাই, স্টেশন অফিসার জিউধরা, স্টেশন অফিসার ধানসাগর, পুলিশ বিভাগের প্রতিনিধি, বিডিআর/ কোস্টগার্ডের প্রতিনিধি, নবপল্লব ও সুশীলন প্রকল্পের কর্মকর্তাগন, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য, র‌্যাব, বিজিবি, নৌপুলিশ, মোংলা থানা পুলিশের প্রতিনিধি, চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা সাধারন ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com