সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকরদাশ দীপ মারা গেছেন। বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন দীপের মামাতো ভাই দেবব্রত গুপ্ত দীপু।
আত্মীয়রা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আজ ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।
জানা গেছে, দীপ কিছুদিন আগে পড়ালেখার জন্য মালেশিয়ায় যান। দীপের পরিবার সিলেটের গোপালটিলায় বসবাস করেন।
মালয়েশিয়ায় বসবাসরত দীপের ফুফাতো বোন ঐশীর বরাত দিয়ে গোপালটিলার বাসিন্দা কবি পুলিন রায় বলেন, দীপ মারা গেছেন। ইতোমধ্যে তার মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।