ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী এবং খুলনা জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি। বুধবার (১২ নভেম্বর) বিকেলে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঐক্যের জোরালো আহ্বান জানানো হয়।
কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ধানের শীষের বিজয় কেবল প্রার্থীর বিজয় নয়, এটি গণতন্ত্রকামী সাধারণ মানুষের বিজয়। দলের সকল স্তরের নেতাকর্মীকে এখন থেকে নিরলসভাবে কাজ করার শপথ নিতে হবে।”উত্তর বেদকাশী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক শেখ সেরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব শেখ মাসুদুর রহমান মাসুদের সঞ্চলনায় কাঠকাটা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা খুলনা-৬ আসনে দলের সাম্প্রতিক কোন্দল ভুলে গিয়ে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওলানা গোলাম মোস্তফা এবং খুলনা জেলা মহিলাদলের সহ-সভাপতি নিঝুম সুলতানা। তাঁরা বলেন, মহিলাদল, ওলামাদল, যুবদল, ছাত্রদলসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে এই মুহূর্তে বাপ্পির পক্ষে একযোগে কাজ করতে হবে।
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা মাস্টার জামাল ফারুক জাফরিন, আব্দুল গফফার, কামরুল ইসলাম খাঁন।
উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল এবং ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতারা সভায় অংশ নেন, যা তৃণমূলের ব্যাপক সমর্থনের ইঙ্গিত দেয়। যুবদল নেতা মোহতাসিম বিল্লাহ, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান রাজু; স্বেচ্ছাসেবকদল নেতা ঢালী নজরুল ইসলাম, মফিজুল ইসলাম মুন্না; উপজেলা শ্রমিকদলের সভাপতি আকবর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ; মহিলাদলের সহ-সভাপতি ফাতেমা খাতুন এবং ছাত্রদল নেতা মামুন হুসাইন ও মেহেদী হাসান সবুজ প্রমুখ এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দৃঢ়ভাবে ঘোষণা করেন, মনিরুল হাসান বাপ্পির বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবেন। এই সভার মধ্য দিয়ে খুলনা-৬ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।