গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বিউটি বেগমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর) গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা ও সাধারণ সম্পাদক মৌসুমিতমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সহ যুবদলের নেতাদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিউটি বেগমের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।