1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :

ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন

Ripon Howlader
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। বুধ বার  বিকেলে আমখোলা কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব হাসান মামুন। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আমখোলা ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুস সাত্তার হাওলাদার।
সভায় সভাপতিত্ব করেন আমখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মৃধা, এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মৃধা।
🔹 প্রধান অতিথির বক্তব্য
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন তাঁর বক্তব্যে বলেন,
> “আপনারা ঐক্যবদ্ধ থাকুন। এখনো বিএনপি কাউকে মনোনয়ন দেয়নি। বিভিন্ন দল ও ব্যক্তিরা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে জনগণকে প্রতারণা করছে। আমি দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখি। পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের নেতা-কর্মীরা যে সিদ্ধান্ত নেবেন, আমি সেটাই মেনে নেব। আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
> “এই আসনের মানুষ বিএনপির প্রাণ। আন্দোলন, সংগ্রাম ও গণতন্ত্রের প্রতিটি লড়াইয়ে গলাচিপা ও দশমিনার নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রেখেছে। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তা আমি কোনোদিন ভুলব না।”
🔹 বিশেষ অতিথিদের বক্তব্য
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জনাব সিদ্দিকুর রহমান। তিনি বলেন,
> “আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ভেদাভেদ ভুলে হাসান মামুনের নেতৃত্বে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ুন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই আসনে বিএনপির প্রার্থী হবেন হাসান মামুন।”
উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল সালাম মৃধা, সাংগঠনিক সম্পাদক ও যুবদলের আহ্বায়ক মশিউর রহমান শাহীন খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সবুজ, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ কামাল হাওলাদার, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জনাব মোঃ হারুন হাওলাদার,সহ-ক্রিয়া বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাগর, এবং উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ ফখরুল ইসলাম মৃধাসহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
🔹 প্রধান বক্তার বক্তব্য
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুস সাত্তার হাওলাদার। তিনি বলেন,
> “নেতা, আপনি ভয় পাবেন না। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে আমরা আপনার জন্য লড়াই করে যাব ইনশাআল্লাহ। আপনি আমাদের ছেড়ে যাবেন না। গলাচিপা–দশমিনা উপজেলার জনগণ আপনাকে ভালোবাসে, আপনিই আমাদের আশার প্রতীক।”
🔹 তৃণমূলের দাবি — ‘প্রার্থী হাসান মামুন’
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-ক্রিয়া বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাগর। তিনি বলেন,
> “আগামী জাতীয় সংসদ নির্বাচনে গলাচিপা–দশমিনা আসনে বিএনপি থেকে হাসান মামুন ব্যতীত অন্য কোনো প্রার্থী আমরা মেনে নেব না। দলের কেন্দ্রীয় নীতিনির্ধারণী ফোরামের কাছে আমাদের অনুরোধ—এই আসনে হাসান মামুন ব্যতীত প্রার্থী দিলে আসনটি হাতছাড়া হয়ে যাবে।”
এছাড়াও বক্তারা একবাক্যে বলেন, “আমরা হাসান মামুনকে এই আসনের প্রার্থী হিসেবে দেখতে চাই।”
🔹 মাঠজুড়ে নেতাকর্মীর ঢল
বিকেলের জনসভায় আমখোলা কলেজ মাঠে হাজারো নেতাকর্মীর ঢল নামে। পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ সাঈদ মৃধা এবং শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন তালুকদার-এর নেতৃত্বে স্লোগানে—
> “গলাচিপা–দশমিনায় হাসান মামুন এমপি চাই!”
নেতাকর্মীরা হাতে হাতে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে শৃঙ্খলাভাবে সমবেত হন। তাদের কণ্ঠে স্লোগান ধ্বনিত হয়—বিশেষ করে মা বোনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
> “গণতন্ত্রের মুক্তি চাই, হাসান মামুন এমপি চাই।”
এমন উপস্থিতি ও উদ্দীপনা দেখে স্থানীয়রা জানান, গত কয়েক দশকে আমখোলায় এত বড় রাজনৈতিক সমাবেশ আর দেখা যায়নি।
🔹 উপসংহার
সভা শেষে নেতৃবৃন্দ বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও বিএনপির ঐক্যবদ্ধ শক্তির প্রদর্শন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com