বুধবার ১২ নভেম্বর শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম
পরিদর্শনকালে তিনি ইউনিসেফের সহযোগিতায় ক্লিনিকে বাস্তবায়িত সিবিই প্রকল্পের ইসিসিডি কার্যক্রম, সবজি, ফুল ও ফলের বাগান, ঔষধি গাছের প্রদর্শনী প্লট এবং ভিডিও প্রদর্শনীর মাধ্যমে স্বাস্থ্য বার্তা প্রচারের কার্যক্রম দেখেন
এছাড়াও রোগীদের বসার জন্য তৈরি গোল চত্ত্বরসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করে তিনি দেবীপুর কমিউনিটি ক্লিনিককে একটি মডেল ক্লিনিক হিসেবে আখ্যায়িত করেন এবং প্রশংসা করেন
পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আরিফ বিল্লাহ, ইউনিসেফ প্রতিনিধি শারমিন আক্তার, ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ এবং ক্লিনিকে আগত রোগীরা উপস্থিত ছিলেন।