“চলো বদলাই, আমরা বদলালে বদলে যাবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলার গতকাল রোজ বুধবার দুপুর ২ টা হতে সন্ধা ৭ পর্যন্ত ফুলবাড়ীয়া মোল্লাপাড়া হাজী আজিজুর রহমান মোল্লার বাড়ীর প্রাঙ্গনে ছাত্রদল নেতা সাজ্জাদ আহম্মেদ রাব্বির তত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেন,সামাজিক সংগঠন “চলো বদলাই” সংগঠন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের যে সকল সেবা পেয়েছেন সাধারণ মানুষ,ফ্রি ডাক্তারের পরামর্শ, ফ্রি প্রাথমিক স্বাস্থ্য পরিক্ষা, ফ্রি এম্বুলেন্স সেবা প্রদান, যা (সেপ্টেম্বর ২৪ সাল থেকে চলোমান আছে) ফ্রি এম্বুলেন্স সেবা প্রদান করা হয়।সমগ্র মিরপুর উপজেলা ব্যাপী।
ফ্রি মেডিকেল ক্যাম্পে যে সকল অভিজ্ঞ ডাক্তার রোগী দেখেন, ডাঃ রউফুল ইসলাম রউফ, এমবিবিএস, পিজিটি,এইচ এম ও, কুষ্টিয়া মেডিকেল কলেজ,এক্স মেডিকেল অফিসার, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ,উত্তরা,ঢাকা।জেসমিন আক্তার মিতু,ডিএমএফ-ফরিদপুর,উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মা ও শিশু রোগে অভিজ্ঞ এবং জেনারেল প্র্যাকটিশনার।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সাধারণ রোগ নির্ণয়, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, শিশু ও মাতৃস্বাস্থ্যসহ নানা বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
এর আগে সংগঠনটি আরও দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছে। সংগঠনের উদ্যোক্তারা জানান, মিরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে দুটি, প্রয়োজনে তিনটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
শুধু চিকিৎসা নয়, সংগঠনটি বিভিন্ন সময় সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এর মধ্যে রয়েছে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, মসজিদ উন্নয়ন, রক্তদান কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম।
এ সময় উপস্থিত ছিলেন,শেখ সোহেল আহামেদ শিমুল সভাপতি, চলো বদলাই,সাজ্জাদ আহম্মেদ রাব্বি সাংগঠনিক সম্পাদক, চলো বদলাই, মো:রিপন আলী প্রচার সম্পাদক, চলো বদলাই সংগঠন।
সংগঠনের সদস্যরা বলেন, “আমরা বিশ্বাস করি একটি সমাজ তখনই বদলাবে, যখন আমরা নিজেরা বদলাতে পারব। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”চলো বদলাই – মানুষের জন্য, সমাজের জন্য।
আয়োজনেঃ”চলো বদলাই”একটি সামাজিক উন্নয়ন সংগঠন।সার্বিক সহযোগিতায়ঃ জয়মন প্রাইভেট হসপিটাল,ঠিকানা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে,মিরপুর,কুষ্টিয়া।