মুন্সীগঞ্জের গজারিয়ায় আকিজ পেপার মিলের সামনে আনারপুরা এলাকায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে আগুন লাগার এ ঘটনায় পেপার তৈরির ফোকার গাইড ট্রাক (নম্বর: কুষ্টিয়া ট-১১-২২০৮) গাড়িতে থাকা মালামাল পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গজারিয়া ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সংবাদ পাওয়ার পর ভোর ৩টা ৩৮ মিনিটে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৫০ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর সকাল ৫টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আগুনে পুড়ে প্রায় ২ লাখ টাকার মালামাল নষ্ট হলেও, তাদের তৎপরতায় প্রায় ১৪ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে তারা উশৃঙ্খল জনতা কার্যকলাপকে দায়ী করেছেন।এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।