1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদসহ ৩ জন গ্রেফতার

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে
সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ ও যুব উন্নয়ন আর্মি ক্যাম্প বগুড়া ৪০ বীর এর যৌথ অভিযানে ৪৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৭৯ লিটার কেরু মদ, ১৭.২ লিটার দেশীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনীতে উল্লিখিত মামলার ৪ নং পলাতক আসামী রহিত বাসফোর এবং ৫নং পলাতক আসামী সুমন বাসফোর এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায়, বুধবার রাতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এবং যুব উন্নয়ন আর্মি ক্যাম্প বগুড়া ৪০ বীর এর যৌথ অভিযানে, বাসফোর সুইপার কলোনীতে ৪ নং পলাতক আসামী রহিত বাসফোর এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত, মোঃ ওবাইদুল হক (২৫), পিতা মোঃ টকু মিয়া, সাং কলসদহ, সোনাতলা, শ্রী চয়ন দাস (৩৩), পিতা শ্রী চন্ডী দাস, শহরের ফুলবাড়ী উত্তর পাড়া (মগলিস পুর), মোঃ আল ইহসান আবির (২৪), পিতা মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা নওদা পাড়া মাটিঢালী বিমান বন্দর। বগুড়াগণকে ৪৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৭৯ লিটার কেরু মদ, ১৭.২ লিটার দেশীয় মদসহ গ্রেফতার করতে সক্ষম হয় এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু, ৩ টি  চাপাতি, ১ টি বাটন মোবাইল, ১টি সিম ও নগদ ১,৪৩,৪২০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com