১৩ নভেম্বর ২০২৫- পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিচারের রায় কে কেন্দ্র করে সারাদেশে অরাজকতা সৃষ্টির লটে আকস্মিকভাবে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় এই মিছিল বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন। অংশগ্রহণকারীরা “শেখ হাসিনা বীরের বেশে, ফিরবে দেশে হাসিমুখে”— এ স্লোগান দিতে দিতে তারা ঝটিকা মিছিল শেষ করেন।
এদিকে আওয়ামী লীগের এমন ঝটিকা মিছিলের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর স্থানীয় নেতাকর্মীরা প্রতিরোধমূলক মিছিল বের করেন। জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এই মিছিলে অংশগ্রহণকারী নেতারা বলেন—
> “বাংলার মাটিতে পতিত স্বৈরাচারের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।”
তারা আওয়ামী লীগের সকল রাজনৈতিক তৎপরতা ও অরাজক কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।