ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল শাহীন একাডেমির সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা পেট্রোল নিক্ষেপ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, তিনটি মোটরসাইকেলে অন্তত সাতজন মুখোশধারী এসে হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই আগুনে বাসটির সামনের অংশ জ্বলতে থাকে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনায় জড়িতরা আওয়ামী লীগের স্থানীয় একটি দুষ্কৃতিকারী গ্রুপের সদস্য। তাদের পরিচয় এলাকায় জানা থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
ঘটনার পর ফেনীর জেলা প্রশাসক (ডিসি) ও ফেনী মডেল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
অন্যদিকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাটিকে প্রশাসনের উদাসীনতা হিসেবে আখ্যায়িত করেছেন।
তারা অভিযোগ করেন, আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে অপরাধ করলেও পুলিশ নির্বিকার ভূমিকা পালন করছে।
বাসে আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।