আজ ১৩ নভেম্বর। আওয়ামিলীগ এর ঘোষিত লকডাউনের দিন।যার যার জায়গা থেকে প্রস্তুত নাশকতা ঠেকাতে। ঘোষিত আওয়ামিলীগ এর লকডাউনের বিপরীতে সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নাশতা ঠেকাতে প্রস্তুত আছে জামাত, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা।এদিকে নিষিদ্ধ আওয়ামী ফ্যা’সি’স্টলীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং অ’গ্নিস’ন্ত্রা’স প্রতিরোধে চট্টগ্রাম নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই ফজরের নামাজের পর থেকে সতর্ক অবস্থান নিয়েছে ছাত্রশিবির। বড়াইগ্রামে এর বনপাড়া বাইপাস চত্তরেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।এসময় দুই একজন লকডাউনের নামে নাশকতার উদ্দ্যেশ্যে বনপাড়া বাইপাস চত্তরে আসলে তাদের ধাওয়া দেয়া হয়।সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী বড়াইগ্রামে লকডাউনের তেমন কোনো প্রভাব এখনো চোখে পড়ছে না।