পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে, বাল্য বিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালী এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ মতিউর রহমান। কাউখালী এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও একাডেমিক চিফ মোঃ মোস্তফা কামাল, বিআরডিবি অফিসের মাঠ সংগঠক মেহেদী হাসান শামীম।
প্রশিক্ষণ শেষে ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সহকারি পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম। এছাড়া বেলা সাড়ে বারোটায় একই অনুষ্ঠান শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ মতিউর রহমান ক্যান্সার, ডায়াবেটিস, প্রেসার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং তারা অভিমত প্রকাশ করেন তারা অনেক কিছু এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছে।