নবান্ন উৎসবকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচ শিরা বাজারে আজকে(মঙ্গলবার ১৮নভেম্বর ) অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বিশাল মাছের মেলা। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ ঘিরে প্রতি বছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের নবান্ন উৎসব উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো বাজার এলাকা।
মেলায় দেশি প্রজাতির রুই, কাতলা, মৃগেল, বোয়াল, চিতল, পাবদা, শোলসহ নানা ধরনের বড় বড় মাছ প্রদর্শন ও বিক্রি হচ্ছে। দূর-দূরান্ত থেকে মাছ ব্যবসায়ীরা তাদের সেরা মাছ নিয়ে মেলায় অংশ নিয়েছেন।
এই মেলার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো—জামাইরা শ্বশুরবাড়ির জন্য কেনাকাটায় অংশ নিতে দলে দলে উপস্থিত হন। নবান্ন উৎসবকে সামনে রেখে জামাইদের জন্য মাছ কেনা একটি দীর্ঘদিনের সাংস্কৃতিক রীতি, যা এখনও আনন্দ–উৎসাহের সঙ্গে পালন করে আসছে স্থানীয় মানুষজন।
স্থানীয়রা জানান, নবান্নের নতুন চাল দিয়ে রান্না করা খাবারের সঙ্গে বড় মাছের আয়োজনকে শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। তাই নতুন ধানের প্রথম দিনে এই মাছের মেলা তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবান্ন উৎসব উপলক্ষে পাঁচ শিরা বাজারের এই মাছের মেলা এখন শুধু স্থানীয় নয়, আশপাশের উপজেলাগুলোর মানুষের কাছেও একটি জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে।