চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একই দিনে দলীয় মনোনয়ন পরিবর্তন ও পুনর্বিবেচনার দাবি জানিয়ে ফেসবুকে পৃথক রিভিউ পোস্ট করেছেন দুই প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদা এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক ডা. সরকার মাহাবুব আহমেদ শামীম।
৩ নভেম্বর ঘোষিত বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় এই দুই জনপ্রিয় নেতার নাম না থাকায় সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভ দেখা দেয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকেই তাদের ফেসবুক পেজে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে পোস্ট ভাইরাল হতে থাকে।
মঙ্গলবার সকালে ডা. সরকার মাহাবুব আহমেদ শামীম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন চাঁদপুর ২ মতলব উত্তর–দক্ষিণ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি রাখছি — REVIEW চাঁদপুর-২। পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শতাধিক কমেন্টে নেতাকর্মীরা লেখেন মতলব উত্তর–দক্ষিণে যোগ্য নেতৃত্ব আনতে হলে মনোনয়ন পরিবর্তন করতে হবে।
জানা যায়, ডা. সরকার শামীম ছিলেন দলের মনোনয়ন প্রত্যাশী। কিন্তু প্রাথমিক তালিকায় নাম না থাকায় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। গত শুক্রবার মতলব দক্ষিণে শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. সরকার শামীম বলেন, মতলববাসীর প্রত্যাশা পূরণ হয়নি। আমরা দলীয় উচ্চপর্যায়ে মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি।
কারা নির্যাতিত ছাত্রনেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, ১৭ বছরের আন্দোলনে আমরা ত্যাগ করেছি, সহযোদ্ধা হারিয়েছি। ত্যাগীরা কখনো অবমূল্যায়িত হবে না। চাঁদপুর-২ এ যে নেতৃত্বে সবাই নিরাপদ থাকবে, তিনি ডা. সরকার শামীম।
উপজেলা বিএনপির সহ ছাত্র-বিষয়ক সম্পাদক তৌফিক আজিম মিশু বলেন, ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের সময়ে ডা. শামীম ছিলেন রাজপথে। আমরা তার নেতৃত্বে আন্দোলন করেছি। তিনি পরীক্ষিত নেতা। কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এডভোকেট মফিজুল ইসলাম সরকার বলেন, চাঁদপুর-২ এর জনগণ ত্যাগী, পরিচ্ছন্ন ও শিক্ষিত নেতৃত্ব চায়। ডা. শামীম সেই যোগ্য নেতা। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান সরদার বলেন, নেতাকর্মীদের প্রত্যাশা ও আস্থার জায়গায় ডা. শামীম বহু আগেই এগিয়ে। পুনর্বিবেচনা হওয়া উচিত।
একই দিনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী নুরুল হুদার পুত্র তানভীর হুদা তার ফেসবুক পেজে মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে রিভিউ পোস্ট করেন। তার পোস্টেও নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া দেখান ও তার পক্ষে মনোনয়ন প্রত্যাশার সমর্থন জানান।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার বলেন, হুদা পরিবার মতলবের রাজনীতিতে ত্যাগ, সততা ও গণমানুষের নেতৃত্বের প্রতীক। তানভীর হুদা শিক্ষিত, দক্ষ ও প্রজন্মের নেতা। তাকে মনোনয়ন দিলেই এলাকাবাসী উপকৃত হবে।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধা বলেন, সংগঠন, আন্দোলন ও সাংগঠনিক শক্তি বিবেচনায় তানভীর হুদা সবচেয়ে যোগ্য প্রার্থী। জনগণের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে।
মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু বলেন, দেড় দশকের বেশি সময় ধরে তানভীর হুদা তরুণ নেতাদের অনুপ্রেরণা। চাঁদপুর-২ আসনের ভবিষ্যৎ নেতৃত্ব তার হাতেই নিরাপদ।
চাঁদপুর-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন তালিকা ঘিরে এখন দুই জনপ্রিয় ও আলোচিত নেতার পুনর্বিবেচনার দাবি ঘিরে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। মাঠপর্যায়ে নেতাকর্মীদের বিশাল একটি অংশ সাবকে মন্ত্রী পুত্র তানভীর হুদা, ডা. সরকার শামীম ও আব্দুস শুক্কুর পাটোয়ারী মধ্যে থেকে একজনকে পুনরায় মনোনীত করার দাবি জানাচ্ছেন।