খুলনার কয়রা উপজেলার চাঁদআলী সেতুতে টোল আদায় নিয়ে ঘটে যাওয়া ঘটনায় শরিফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি আমাদী ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত নেহালউদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে বামিয়া গ্রামে মেয়ের বাড়ি থেকে খড়বোঝাই নছিমন নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন শরিফুল। পথে চাঁদআলী সেতুর টোলপয়েন্টে পৌঁছালে টোল আদায়কারীরা টাকা নেওয়ার জন্য টোলের বাঁশ টেনে ধরেন। এ সময় নছিমনের উপর বসা অবস্থায় বাঁশের আঘাতে শরিফুল নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে টোল আদায়কারীরা। তাদের দাবি, “টোলের বাঁশ লাগার কারণে নয়, শরিফুল অতিরিক্ত খড় বোঝাই করে তার ওপর বসেছিলেন। সেখান থেকে পড়ে গিয়ে তিনি আহত হন এবং পরে মারা যান।”
ঘটনা নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য জানা যায়নি।