1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

ঐতিহ্য আর আনন্দের বার্তা নিয়ে পীরগঞ্জ মহিলা কলেজে ‘নবান্ন উৎসব ১৪৩২ বঙ্গাব্দ’

যীশাই মুরমু হীরা 
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জ মহিলা কলেজের উদ্যোগে আজ (বুধবার) ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলার চিরায়ত সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কলেজ কর্তৃপক্ষ এই উৎসবের আয়োজন করে। উৎসবের প্রধান আকর্ষণ ছিল কলেজ প্রাঙ্গণ থেকে বের হওয়া এক বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি, যেখানে ছাত্রীরা ঐতিহ্যবাহী লাল ও নীল শাড়ি পরিধান করে সুশৃঙ্খলভাবে অংশ নেয়। নীল শাড়িতে সজ্জিত ছাত্রীরা ‘নবান্ন উৎসব’ শব্দটির প্রতিটি অক্ষর প্রতীকী ঢালে/কুলার উপর লিখে বহন করে, যা ছিল এই র‍্যালির বিশেষ আকর্ষণ। র‍্যালিটির উদ্বোধন করেন সাইফুল ইসলাম, যিনি রংপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং রংপুর ৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। তাঁর অংশগ্রহণে র‍্যালিটি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করে। র‍্যালিটি শহর ঘুরে কলেজে ফিরে আসার পর মূল উৎসব শুরু হয়, যেখানে বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয় এবং এর পাশাপাশি একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। এমন একটি সফল ও সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য পীরগঞ্জ মহিলা কলেজ কর্তৃপক্ষ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com