টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখ*’লের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ উঠেছে। ওই জমিতে থাকা প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির বনজ গাছ কেটে ফেলেছে। এ ঘটনায় গত শনিবার (১৪ নভেম্বর) ২০২৫ ইং তারিখে ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভোক্তভূগী পরিবার।
ধনবাড়ীতে গাছ কেটে জমি দখলের চেষ্টা প্রতিপক্ষরা
অভিযোগকারী জমির মালিক মোঃ ইউসুফ আলী জানায়, আমি আমার পৈত্তিক সূত্রে পাওয়া বীরতারা মৌজার ৯০১ ও ১৫০৯ নং দাগের মোট ৪৪ শতাংশ দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসতেছি। প্রতিপক্ষ বিবাদী আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল মান্নান ও মোঃ বিপ্লব গংরা জমিটি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের উপর নানা অত্যাচার করে বাড়ী ছাড়া করেছে। সেই থেকেই আমার ওই জমিটি জোরপূর্বক দ*’খল করার পাঁয়তারা করছে। শুধু তাই নয় বর্তমানে ওই জমিতে রোপিত গাছ কেটে ফেলেছে। আমি প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মারপিট করতে আসে। তাদের প্রাণ নাশের হুমকিতে আমি ও আমার পুরো পরিবার আতংকে রয়েছি। এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এই ঘটনায় সঠিক বিচার চাই ।
অভিযুক্তরা হলেন হলেন বালাসুতী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে আ: মান্নান(৬০), মোঃ সোলাইমান হোসেনের ছেলে শাহিন মিয়া, আ: করিমের ছেলে মোঃ মিনহাজ মিয়া(২৮) ও আ: মান্নানের ছেলে মোঃ বিপ্লব হোসেন(৩২)। এঘটনায় স্থানীয় এলাকাবাসী জানান, জমিটি মোঃ ইউসুফ আলীর সেই জমিটি বিগত আওয়ামীলীগের আমলে আ’লীগ নেতা মান্নান ও বিপ্লব গংরা নাকি গোপনে কিনে নিছে। কিন্তু কোন দাললিক প্রমাণ নেই তাদের। তবে মান্নান গংরা অর্থনৈতিকভাবে ও আওয়ামীলীগের সেই প্রভাবে তারা এখনো প্রয়োগ করতে চাচ্ছে। তবে দ্রুত এই ঘটনায় সুষ্ঠ সমাধানের দাবি জানাচ্ছি।
এ ঘটনায় বিবাদী মোঃ আব্দুল মান্নানদের বাড়ীতে জানতে গেলে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম শহিদুল্লাহ বলেন, জমি দখল ও গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে.